Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়ায় আপনাদের স্বাগতম*** প্রজননক্ষম ভেড়ার পাঠা ও পাঠী সংগ্রহের জন্য অত্র দপ্তরের অফিস প্রদানের সহিত যোগাযোগ করুন*** আপনার পশুকে সুস্থ্য রাখতে নিয়মিত টিকা প্রদান করুন*** রুটিনমাফিক কৃমিনাশক ঔষধ সেবন করান*** রেশন ফর্মূলেশনের মাধ্যমে খাবারে সকল পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করুন*** আসুন নিজেদের আমিষের চাহিদা নিজেদের উৎপাদিত পশুর মাধ্যমে নিশ্চিত করি, আত্ম নির্ভরশীল মেধাবী জাতি গঠন করি***


সিটিজেন চার্টার
ক্র. নং সেবার নাম সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ সেবা প্রাপ্তির সম্ভাব্য সময় সেবা প্রাপ্তির ফি সেবা প্রাপ্তির স্থান
ভেড়া বিতরণ/বিক্রয়
জনগনের নিকট খেতে আবেদন প্রাপ্তির পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় পরিচালকের নিকট প্রেরণ করেন। বিভাগীয় পরিচালক যাচাই বাছাই করে অনুমোদন করেউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/খামার ব্যবস্থাপকের নিকট বরাদ্দপত্র প্রেরণ করেন। পরবর্তীতে নির্ধারিত বিনিময় মূল্যের মাধ্যমে জনগনের মাঝে বিতরণ করা হয়।
২০ কার্যদিবস প্রজননক্ষম পুরুষ ভেড়া- ৬ মাসবা তদূর্ধ্ব-১৫০০ টাকা
বাড়ন্ত ভেড়ী- ০৩-০৫ মাস-১৫০০ টাকা
প্রজননক্ষম ভেড়ী- ৫মাসের ঊর্ধে- ২০০০ টাকা
ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়া
উন্নত জাতের ঘাষের চারা/বীজ বিতরন নির্দিষ্ট এলাকায় ঘাস চাষের জন্য নির্দিষ্ট এলাকার কৃষক নির্বাচন করা হয়। কৃষকদের যথানিয়মে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পর বীজ/চারা বিতরণ করা হয়। বীজ/চারা বিতরণের পর ঘাসের প্লট পরিদর্শন করা হয়। ০১  কার্যদিবস বিনামূল্যে ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়া