Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়ায় আপনাদের স্বাগতম*** প্রজননক্ষম ভেড়ার পাঠা ও পাঠী সংগ্রহের জন্য অত্র দপ্তরের অফিস প্রদানের সহিত যোগাযোগ করুন*** আপনার পশুকে সুস্থ্য রাখতে নিয়মিত টিকা প্রদান করুন*** রুটিনমাফিক কৃমিনাশক ঔষধ সেবন করান*** রেশন ফর্মূলেশনের মাধ্যমে খাবারে সকল পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করুন*** আসুন নিজেদের আমিষের চাহিদা নিজেদের উৎপাদিত পশুর মাধ্যমে নিশ্চিত করি, আত্ম নির্ভরশীল মেধাবী জাতি গঠন করি***


আমাদের অর্জনসমূহ

ক) মাংস এবং দুধ  উৎপাদন বেড়েছে।

খ) ইতিমধ্যে মাংসের উৎপাদন চাহিদার তুলনায় বৃদ্ধি পেয়েছে ।

গ) গবাদিপশু পালন খাতে প্রচুর বিনিয়োগ বেড়েছে, বেকার-যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে।

ঘ) ডেইরি খাতে শিক্ষিত যুবকরা বিনিয়োগ করছে, দুধের উৎপাদন বেড়েছে।

ঙ) দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ আস্থার প্রতিক হিসেবে বিবেচিত হচ্ছে।

ছ) মেধার বিকাশে শিশুদের আদর্শ খাবার হিসেবে বিবেচিত হচ্ছে।

জ) প্রাণিজ আমিষের প্রায় ৮০% সরবরাহ দিয়ে যাচ্ছে।