Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়ায় আপনাদের স্বাগতম*** প্রজননক্ষম ভেড়ার পাঠা ও পাঠী সংগ্রহের জন্য অত্র দপ্তরের অফিস প্রদানের সহিত যোগাযোগ করুন*** আপনার পশুকে সুস্থ্য রাখতে নিয়মিত টিকা প্রদান করুন*** রুটিনমাফিক কৃমিনাশক ঔষধ সেবন করান*** রেশন ফর্মূলেশনের মাধ্যমে খাবারে সকল পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করুন*** আসুন নিজেদের আমিষের চাহিদা নিজেদের উৎপাদিত পশুর মাধ্যমে নিশ্চিত করি, আত্ম নির্ভরশীল মেধাবী জাতি গঠন করি***


কি সেবা কিভাবে পাবেন

পাঠা বা ভেড়ী সংগ্রহের পদ্ধতি :  

 ১. আগ্রহী খামারী (সিনিয়র সহকারী পরিচালক, ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়া বরাবর, মাধ্যম: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ........, .......) আবেদন করবেন। (আবেদনপত্রে খামারীর সচল মোবাইল নং ও কোথায় পালন করবেন সুস্পষ্ট উল্লেখ্য করতে হবে)

২. সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পরিদর্শণ প্রতিবেদনসহ আবেদনপত্র সিনিয়র সহকারী পরিচালক, ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়া বরাবর প্রেরণ করবেন।

৩. সিনিয়র সহকারী পরিচালক পর্যাপ্ত স্টক থাকা সাপেক্ষে আবেদনপত্র অনুমোদনের জন্য পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী বরাবর প্রেরণ করবেন।

৪. পরিচালক আবেদনপত্র অনুমোদন করে সিনিয়র সহকারী পরিচালক, ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়াকে সরবরাহের নির্দেশ প্রদান করবেন।

৫. সিনিয়র সহকারী পরিচালক শুধু প্রজনন কাজে ব্যবহারের উদ্দেশ্যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারসহ সরকার নির্ধারিত ফি গ্রহন করে অনুমোদিত ভেড়া বা ভেড়ী সরবরাহ করবেন।