Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়ায় আপনাদের স্বাগতম*** প্রজননক্ষম ভেড়ার পাঠা ও পাঠী সংগ্রহের জন্য অত্র দপ্তরের অফিস প্রদানের সহিত যোগাযোগ করুন*** আপনার পশুকে সুস্থ্য রাখতে নিয়মিত টিকা প্রদান করুন*** রুটিনমাফিক কৃমিনাশক ঔষধ সেবন করান*** রেশন ফর্মূলেশনের মাধ্যমে খাবারে সকল পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করুন*** আসুন নিজেদের আমিষের চাহিদা নিজেদের উৎপাদিত পশুর মাধ্যমে নিশ্চিত করি, আত্ম নির্ভরশীল মেধাবী জাতি গঠন করি***


শিরোনাম
ভেড়া/ভেড়ী সংগ্রহের নমুনা আবেদন ফরম
বিস্তারিত

নমুনা আবেদন ফরম

বরাবর

সিনিয়র সহকারী পরিচালক

ভেড়া উন্নয়ন খামার, শেরপুর, বগুড়া।


মাধ্যম : উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলার নাম, জেলার নাম ।

বিষয় : প্রজনন কাজে ভেড়া/ভেড়ী সংগ্রহের জন্য আবেদন।


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি ............, পিতা/স্বামী: .........., মাতা: .........., গ্রাম: ........., ডাকঘর : ..........., উপজেলা : ........, জেলা: ......... এর স্থায়ী বাসিন্দা। আমার জাতীয় পরিচয়পত্র নং ..........। আমার খামারে বর্তমানে .... টি ভেড়ী/ভেড়া রয়েছে (আমি উদ্যোক্তা হিসেবে ভেড়া পালন করিতে ইচ্ছুক)। প্রজননক্ষম পুরুষ ভেড়া না থাকায় প্রজনন কার্যক্রম ব্যাহত হচ্ছে।  প্রজননক্ষম ভেড়া সঠিকভাবে রক্ষণাবেক্ষণসহ সরকারী সকল বিধি নিষেধ (শর্তাবলী) মেনে চলতে বাধ্য থাকিবো।

এমতাবস্থায় সরকার নির্ধারিত মূল্যে আপনার দপ্তর থেকে .... টি প্রজননক্ষম ভেড়া/ভেড়ী সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক

স্বাক্ষর

(নাম)

পিতা/স্বামীর নাম:......, মাতার নাম: .....

গ্রাম: ............. ডাকঘর: ......

উপজেলা: ......,. জেলা: ........

মোবাইল নং (বাধ্যতামূলক)

এনআইডি নং-


সংযুক্তি : এনআইডি সত্যায়িত ফটোকপি- ১ প্রস্থ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/01/2025
আর্কাইভ তারিখ
05/01/2039